বঙ্গবন্ধু সাফারি পার্কে চলতি মাসে ১১ জেব্রার মৃত্যু

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক: ফাইল ছবি

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একই দিনে আরও দুটি জেব্রার মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি মাসে মোট ১১টি জেব্রার মৃত্যু হলো।

আজ শনিবার সকালের ১১টার দিকে একটি জেব্রার মৃত্যু হয়। এরপর সন্ধ্যা ৬টার পর আরও একটি জেব্রা মারা যায়। জেব্রা দুটি অসুস্থ ছিল। 

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে জেব্রা দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে ২২ দিনে ৯টি জেব্রার মৃত্যুর পর গত কয়েকদিন ধরে ২টি জেব্রার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। জেব্রা দুটির পেট ফুলে গিয়েছিল, হাঁটতে পারছিল না। আজ শনিবার সকালে জেব্রা দুটি আরও অসুস্থ হয়ে পড়ে।

জেব্রাগুলোর অসুস্থতার খবর পাঠানো হলে শনিবার সকালে জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এ বি এম শহীদুল্লাহ, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি নুর আলী খানসহ প্রাণিবিশেষজ্ঞ ও মেডিকেল বোর্ডের সদস্যরা পার্কের উদ্দেশে রওনা হন। তারা পৌঁছানোর আগেই একটি জেব্রা মারা যায়। পরে তারা জেব্রাটির ময়নাতদন্ত করেন।

গত বুধবার জেব্রাগুলোর মৃত্যুর কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত দেওয়ার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। পরে ৫ সদস্যের তদন্ত কমিটিতে আরও একজন বাড়িয়ে ৬ সদস্যের কমিটি করা হয়েছে।

পার্ক সূত্রে জানা গেছে, আফ্রিকান সাফারিতে ৭ প্রকারের প্রায় ৭০টি প্রাণি রয়েছে। পার্ক যাত্রার শুরু থকে আফ্রিকান সাফারির আয়োতন ছিল প্রায় ৬০ একর। পার্কের বয়সের সঙ্গে প্রাণির সংখ্যাও বেড়েছে কয়েকগুণ। কিন্তু আয়োতন বাড়েনি। ৭০টি প্রাণির জন্য কমপক্ষে ৩ গুণ জায়গার প্রয়োজন। জেব্রা মারা যাওয়ার ঘটনায় বিশেষজ্ঞ কমিটির সদস্যরা ১০ দফা নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। কোর সাফারির পানির লেক থেকে পানি সেচে ফেলে দিয়ে নতুন পানি দেওয়া হচ্ছে, প্রাণিদের ট্রে-তে করে খাবার দেওয়া হচ্ছে। কিছু প্রাণিদের ভ্যাকসিন ও কৃমিনাশক ওষুধসহ প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।

গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৯টি জেব্রা মারা যায়। ওই ঘটনায় প্রাণিবিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দেশের বিভিন্ন ল্যাবে নমুনা পাঠিয়ে প্রতিবেদন সংগ্রহ করেন। পরীক্ষায় প্রাপ্ত ২৩টি প্রতিবেদন নিয়ে বিশেষজ্ঞ দল সোমবার পার্কের ঐরাবতী বিশ্রামগারে বৈঠক করেন। বৈঠকশেষে বিশেষজ্ঞ বিশেষ মেডিকেল বোর্ড জানায়, এর মধ্যে ৪টি জেব্রা মারামারি করে এবং অন্য ৫টি জেব্রা সংক্রামক রোগে মারা গেছে।

দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা জেব্রা নানা সময়ে বংশ বিস্তারের পর পার্কটিতে এর সংখ্যা বেড়ে প্রায় ৩ গুণ অর্থাৎ ৩১টিতে দাঁড়িয়েছে। ১১টির মৃত্যুর পর পার্কে এখন জেব্রা রয়েছে ২০টি।

Comments

The Daily Star  | English

Lawyer's murder in Ctg: 30 detained in overnight drives

The identities of the detainees are currently being verified

11m ago