‘পাঠক জ্ঞানতাপস আব্দুর রাজ্জাককে পুনরায় আবিষ্কার করবেন’

ছবি: সংগৃহীত

'৭২ বছর আগে, ১৯৫০ সালে লেখা জ্ঞানতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাকের থিসিস বই প্রকাশের ঘটনা একটি মাইলফলক। এই বইয়ের মধ্য দিয়ে অধ্যাপক আব্দুর রাজ্জাককে পাঠকেরা পুনরায় আবিষ্কার করবেন। একজন ভালো গবেষক হতে হলে প্রতিষ্ঠিত চিন্তাকে প্রশ্ন করতে হবে বলে অধ্যাপক রাজ্জাক তার বইয়ে উল্লেখ করেছেন। এই বইটি গণতান্ত্রিক রাজনীতির বৈশিষ্ট্য ও সমাজের বিকাশে বুদ্ধিজীবীর সমালোচনামূলক ভূমিকার কথা বলেছেন লেখক।' 

জ্ঞানতাপস অধ্যাপক আব্দুর রাজ্জাকের অপ্রকাশিত থিসিস 'Political Parties in India' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উৎসবে আলোচকরা এসব কথা বলেছেন। 

আজ শনিবার বিকেলে রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

৭২ বছর আগে অধ্যাপক আব্দুর রাজ্জাকের অপ্রকাশিত থিসিসটি এবারই প্রথম দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) গ্রন্থাকারে প্রকাশ করেছে। এটি সম্পাদনা করেছেন জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক অধ্যাপক আহরার আহমদ। বইয়ের মুখবন্ধ লিখেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক রওনক জাহান।

আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন- লেখক ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমর, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর চেয়ারম্যান রেহমান সোবহান, মানবাধিকার কর্মী ও গবেষক হামিদা হোসেন, রাষ্ট্রবিজ্ঞানী ও সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর ভিজিটিং ফেলো রওনক জাহান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক, অধ্যাপক সলিমুল্লাহ খান, এমেরিটাস অধ্যাপক আহরার আহমদ এবং জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজ আবুল খায়ের লিটু।

আব্দুর রাজ্জাকের অপ্রকাশিত থিসিস 'Political Parties in India' থেকে পাঠ করে আলোচকরা বলেন, 'অধ্যাপক আব্দুর রাজ্জাক নিজ বইয়ে তুলে ধরেছেন ভারতে আদৌ কোনো রাজনৈতিক দল আছে কিনা। গণতান্ত্রিক রাজনৈতিক দল বলতে যা বোঝায় তা ভারতে নেই। কারণ গণতান্ত্রিক রাজনৈতিক দলের যেসব বৈশিষ্ট্য তা এসব দলের নেই। রাজনৈতিক দল হতে হলে ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি থাকতে হবে। বিভিন্ন দলের ঐক্যমত্য গঠন করতে হবে। ভারতের দলগুলো ইংরেজি শিক্ষিত মধ্যশ্রেণির প্রতিনিধি হিসেবে ব্রিটিশবিরোধী আন্দোলন করছে এসব দল। রাজনৈতিক দলের মতো কাজ করেনি বলে অধ্যাপক আব্দুর রাজ্জাক তার থিসিসে বলেন।'

বক্তারা আরও বলেন, 'সৃষ্টিশীল সাহিত্যের উপর ভিত্তি করে অধ্যাপক আব্দুর রাজ্জাক এই বইটি লিখেছেন বলে বইয়ে উল্লেখ করেছেন। এতো বছর ধরে এই বইটি প্রকাশ না করার কারণ, এতে যেসব বক্তব্য দেওয়া আছে তা গ্রহণ করার মতো কেউ ছিল না। এটি একটি সম্পূর্ণ বই। এরপর আমাদের দায়িত্ব হলো এটিকে যথোপযুক্তভাবে বাংলায় রূপান্তর করে প্রকাশ করা। তারা আশা করেন বইটি ব্যাপকভাবে পঠিত ও সমাদৃত হবে।'

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন। সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। 

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch a party by next Feb

Student leaders who spearheaded the July-August mass uprising are planning to launch a political party by early February 2025 and contest the next general election.

7h ago