বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও ১ জেব্রার মৃত্যু, চলতি মাসে মারা গেল ১০টি

ফাইল ফটো

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আজ শনিবার বেলা ১১টার দিকে আরও একটি জেব্রার মৃত্যু হয়েছে। চলতি মাসে এ নিয়ে ১০টি জেব্রার মৃত্যু হলো।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২২ দিনে ৯টি জেব্রার মৃত্যুর পর গত কয়েকদিন ধরে ২টি জেব্রার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। এদের পেট ফুলে গিয়েছিল, হাঁটতে পারছিল না। আজ শনিবার সকালে ওই দুটি জেব্রা আরও অসুস্থ হয়ে পড়ে। বেলা আনুমাণিক ১১টার দিকে ওই দুটির মধ্যে একটি মারা যায়।

সবশেষ মারা যাওয়া জেব্রাটি মাদী।

জেব্রাগুলোর অসুস্থতার খবর পাঠানো হলে শনিবার সকালে জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এবি এম শহীদুল্লাহ, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারী বিভাগের অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি নুর আলী খানসহ প্রাণি বিশেষজ্ঞ ও মেডিক্যাল বোর্ডের সদস্যরা পার্কের উদ্দেশে রওনা হন। তারা আসার আগেই জেব্রাটি মারা যায়। পরে তারা জেব্রাটির ময়নাতদন্ত করেন।

এই বিষয়ে আজ সন্ধ্যায় পার্কের প্রকল্প পরিচালকসহ মেডিক্যাল বোর্ডের সদস্যরা পার্কে একটি জরুরি বৈঠক করবেন। ওই বৈঠকের পর জেব্রাটি মারা যাওয়ার কারণ প্রকাশ ও মৃত্যু প্রতিরোধে জরুরি পরামর্শ দেওয়া।

এদিকে গত বুধবার জেব্রাগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত দেওয়ার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পরে ৫ সদস্যের তদন্ত কমিটিতে আরও একজন বাড়িয়ে ৬ সদস্যের কমিটি করা হয়েছে।

পার্ক সূত্রে জানা গেছে, আফ্রিকান সাফারিতে ৭ প্রকারের প্রায় ৭০টি প্রাণি রয়েছে। পার্ক যাত্রার শুরু থকে আফ্রিকান সাফারির আয়তন ছিল প্রায় ৬০ একর। পার্কের বয়সের সাথে প্রাণির সংখ্যাও বেড়েছে কয়েকগুণ। কিন্তু আয়তন বাড়েনি। ৭০টি প্রাণির জন্য কম পক্ষে ৩ গুণ জায়গার প্রয়োজন। জেব্রা মারা যাওয়ার ঘটনায় বিশেষজ্ঞ কমিটির সদস্যরা ১০ দফা নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। কোর সাফারির পানির লেক থেকে পানি সেচে ফেলে দিয়ে নতুন পানি দেওয়া হচ্ছে, প্রাণিদের ট্রে-তে করে খাবার দেওয়া হচ্ছে। কিছু প্রাণিদের ভ্যাকসিন ও কৃমিনাশক ওষুধসহ প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৯টি জেব্রা মারা যায়। ওই ঘটনায় প্রাণি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দেশের বিভিন্ন ল্যাবে নমুনা পাঠিয়ে প্রতিবেদন সংগ্রহ করেন। পরীক্ষায় প্রাপ্ত ২৩টি প্রতিবেদন নিয়ে বিশেষজ্ঞ দল সোমবার পার্কের ঐরাবতী বিশ্রামগারে বৈঠক করেন। বৈঠকশেষে বিশেষজ্ঞ বিশেষ মেডিক্যাল বোর্ড জানায়, এর মধ্যে ৪টি জেব্রা মারামারি করে এবং অন্য ৫টি জেব্রা সংক্রামক রোগে মারা গেছে।

দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা জেব্রা নানা সময়ে বংশ বিস্তারের পর পার্কটিতে এর সংখ্যা বেড়ে প্রায় ৩ গুণ অর্থাৎ ৩১টিতে দাঁড়িয়েছে। ১০টি মৃত্যুর পর পার্কে এখন জেব্রা রয়েছে ২১টি।

Comments

The Daily Star  | English

Six arrested over murder of lawyer Saiful Islam Alif: CA office

Chattagram Metropolitan Police arrested at least six people as suspects over the murder of lawyer Saiful Islam Alif, said the Chief Adviser's office this afternoon..The six were identified through video footage, said the press wing of the CA office, adding that the CMP has also detained 21

1h ago