ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয়লাভ করেছেন।
আজ শনিবার ভোররাত সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন গণমাধ্যমকে নির্বাচনের প্রাথমিক ফলাফল জানান।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ১৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।
এছাড়া, সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক এবং যুগ্ম-সম্পাদক পদে শাহনূর জয়ী হয়েছেন।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন জয়ী হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী।
এ নির্বাচনে কার্যকরী সদস্য পদে মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী ও চুন্নু জয়ী হয়েছেন। আর কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে জয়লাভ করেছেন ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন।
ফলাফল ঘোষণার পর জায়েদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন তাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা। সারা বছর তাদের পাশে থাকার চেষ্টা করেছি বলেই আমাকে তারা নির্বাচিত করেছেন। তাদের এই ভালোবাসা বুকে তুলে রাখলাম।'
Comments