অর্থ সহায়তা: শাবিপ্রবি’র সাবেক ৫ শিক্ষার্থীকে সিলেট পুলিশের কাছে হস্তান্তর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ৫ শিক্ষার্থীকে সিলেট পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আটকৃকতরা এখন রাস্তায় আছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।'
এর আগে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরিবার ও বন্ধুদের অভিযোগ, শাবিপ্রবি'র আন্দোলনে কিছু অর্থ সহায়তা করায় তাদেরকে আটক করা হয়েছে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডি'র এক কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, 'অনেক সময় পুলিশের অন্যান্য ইউনিটগুলো সিআইডির সহায়তা চেয়ে থাকে।'
'এটা আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযান। সিআইডি কেবল তাদের সহায়তা করেছে', যোগ করেন তিনি।
গতরাতে শাবিপ্রবি'র সাবেক ২ শিক্ষার্থীকে আটকের অভিযোগ উঠে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের বিরুদ্ধে।
তারা হলেন- শাবিপ্রবি'র আর্কিটেকচার বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা নূর মুঈন ও সিএসই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান।
গতরাতে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী শাহ রাজী সিদ্দিক ডেইলি স্টারকে বলেন, 'আমি আর হাবিবুর রহমান গত প্রায় আড়াই বছর ধরে একসঙ্গে থাকি। তাকে সিআইডির লোকেরা গতরাতে উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে তুলে নিয়ে গেছে।'
'সাবেক ছাত্র হিসেবে সে মাত্র ১০০০ টাকা আন্দোলনকারীদের ডোনেট করেছিল," যোগ করেন তিনি।
Comments