২৫ জানুয়ারি থেকে আরব আমিরাতের শারজাহতে বিমানের সরাসরি ফ্লাইট

ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আগামী ২৫ জানুয়ারি থেকে ঢাকা-শারজাহ রুটে সপ্তাহে ৪টি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান।  

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি ৫১ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। শারজাহ পৌঁছাবে স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিটে।

ফ্লাইট বিজি ১৫২ সপ্তাহে প্রতি মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রবিবার শারজাহ থেকে ভোর ৪টায় ছেড়ে এসে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে। চট্টগ্রাম থেকে সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে দুপুর ১২টা ৩০ মিনিটে।

যাত্রীরা আজ বিকেল ৩টা থেকে বিমানের যে কোনো সেলস অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস সেন্টার (২৪/৭), বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট কিনতে পারবেন। 

যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘন্টা আগে ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী সব কর্মকাণ্ড সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

11m ago