যেহেতু তুমি ভদ্রলোক

অলঙ্করণ: বিপ্লব চক্রবর্তী

খেলার মাঠে দুধভাত।
তখন তুমি খুব ভালো।
এখন তুমি ভদ্রলোক-
হবেই তুমি বঞ্চিত
তোমার আবার কীসের শোক?
তুমি তো এক ভদ্রলোক?  

তোমার জন্য মঞ্চ নাই
প্রাপ্য তোমার বঞ্চনাই। 
ডায়বেটিস আর প্রেসার
দরকার নেই নেশার
উথলে ওঠে কীসের রোখ?
হেই, তুমি না ভদ্রলোক!   

দশদিগন্তে কী উৎসব
রঙ ও রসের কী উচ্ছ্বাস?
আতশবাজি ফুলঝুরি
যেন আলোর মঞ্জরী।
আসবে আরো ক্রমান্বয়ে
কিন্তু কিছুই তোমার নয়।
ওইদিকে ক্যান্ তোমার চোখ?
হেই, তুমি না ভদ্রলোক!   

ওইদিকে কী, বন-পাহাড়
ওইদিকে কী, সমুদ্দুর?
ওইদিকে কী ফুলের চাষ?
হ্যাঁ, সবই ঠিক, বহুৎ দূর।
সবদিকেই তোমার ঝোঁক? 

তখন তুমি ভদ্রলোক।
এখন তুমি ভদ্রলোক। 
নিজকে ভাবো বঞ্চিত?
সবই তোমার সঞ্চিত। 
যারা আসে, চলে যায়
কিছু কথা বলে যায়
কথাগুলো স্মৃতি হয়
কখনো উদ্ধৃতি হয়

কেউ কেউ ভালোবাসে
কেউ কেউ বাসে না
হঠাৎ তাকিয়ে দেখি
তারা কেউ পাশে নাই। 

কথাগুলো খুব সোজা
যায় না তা তাই বোঝা।
তবু বোঝে সকলেই 
জীবনে ধকল এই। 

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

15h ago