মিষ্টি নিয়ে ‘চাচা’ তৈমূরের বাসায় আইভী

সোমবার বিকেলে শহরের মাসদাইরে তৈমূরের নিজ বাড়িতে মিষ্টি নিয়ে যান সেলিনা হায়াৎ আইভী। ছবি: সনদ সাহা

টানা তৃতীয়বারের মতো মেয়র পদে জয় পাওয়া সেলিনা হায়াৎ আইভী নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে গেছেন। আইভী তাকে চাচা বলে ডাকেন।

আজ সোমবার বিকেল ৫টায় শহরের মাসদাইর এলাকায় 'চাচার' বাসভবনে পৌঁছান আইভী।

গতকাল ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আইভী  ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে সদ্য অব্যাহতি পাওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর পান ৯২ হাজার ৫৬২ ভোট।

এবারের সিটি নির্বাচনে ভোট গ্রহণের আগে ও পরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইভী বলেছিলেন, নির্বাচিত হলে তিনি মিষ্টি নিয়ে চাচা তৈমূর আলম খন্দকারের বাড়িতে যাবেন।

এর আগে ২০১৬ সালের সিটি নির্বাচনে নির্বাচিত হওয়ার পরের দিন মিষ্টি নিয়ে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাড়িতেও গিয়েছিলেন আইভী।

আজ সোমবার সকালে আইভী গণমাধ্যমকে জানান, তিনি সকালেই তৈমূর আলম খন্দকারের বাসায় আসতে চেয়েছিলেন। তবে সে সময় তিনি বাসায় না থাকায় যেতে পারেননি।

Comments

The Daily Star  | English
Debunking myths about air pollution in Bangladesh

Debunking myths about air pollution in Bangladesh

Discover the myths surrounding air pollution in Bangladesh and its real health impacts.

4h ago