অস্ট্রেলিয়া ছাড়লেন জোকোভিচ
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ছাড়তেই হলো নোভাক জোকোভিচকে। করোনাভাইরাসের টিকা না নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ইচ্ছা পূরণ হলো না তার। ভিসা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নেওয়া আপিল খারিজ হয়ে যাওয়ার পরই রোববার অস্ট্রেলিয়া ছেড়েছেন বর্তমান সময়ের সেরা এ তারকা খেলোয়াড়কে।
আগের দিন অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক জোকোভিচের ভিসা বাতিল করেন। তার বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। রোববার অস্ট্রেলিয়ার ফেডারেল আদালতের ৩ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনটি খারিজ করে দেওয়া হয়। এরসঙ্গে শেষ হয় ১১ দিনের নাটকের।
আদালতের রায় পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে মেলবোর্নে বিমানবন্দরে যান জোকোভিচ। তাকে ও তার দলকে বিজনেস লাউঞ্জ থেকে গেটে নিয়ে যান ফেডারেল এজেন্টরা। সেখান থেকে দুবাইয়ের এমিরেটস ফ্লাইটে ওঠেন সার্বিয়ান টেনিস তারকা। স্থানীয় সময় রাত ১১টায় তার বিমান ছাড়ে।
আদালতের সবশেষ রায় মেনে নিয়েই অস্ট্রেলিয়া ছাড়েন জোকোভিচ, 'আমার ভিসা বাতিলের বিষয়ে মন্ত্রীর সিদ্ধান্ত পর্যালোচনায় যে আবেদন আমি করেছিলাম, আদালত তা খারিজ করে দেওয়ায় আমি সত্যিই হতাশ। আমি আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং এই দেশ থেকে আমার চলে যাওয়ার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে সহযোগিতা করব।'
গত ৬ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে পা রেখেই ঝামেলায় পড়েন জোকোভিচ। টিকা না নেওয়ায় তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। একই সঙ্গে আটকে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। পরে এর বিরুদ্ধে আপিল করে ১০ জানুয়ারি তার ভিসা ফেরত দেওয়ার রায় দেয় আদালত। তবে আগের দিন ফের তার ভিসা বাতিল করা হয়।
Comments