কেন্দ্র ১৯২: আইভী ১৫৯০৯৭, তৈমূর ৯২১৬৬

স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মোট ১৯২টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৬৬ ভোট।

আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টা থেকে ফলাফল ঘোষণা শুরু হয়। শেষ হয় রাত পৌনে ১১টার দিকে। ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।

মেয়র পদে অন্যান্য প্রার্থীর মধ্যে হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মাছুম বিল্লাহ পেয়েছেন ২৩ হাজার ৯৮৭ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিশের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন পেয়েছেন ১০ হাজার ৭২৪ ভোট।

এদিন সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩টি অঞ্চলের (শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ) ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় এবং তা চলে বিকেল ৪টা পর্যন্ত।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ওয়ার্ড ২৭টি। এর মধ্যে নারায়ণগঞ্জ সদরে ১৮টি ও বন্দর উপজেলায় ৯টি। মোট ভোটার পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১। ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র ১৯২টি।

মেয়র পদে লড়ছেন ৭ প্রার্থী। সংরক্ষিত ৯টি নারী ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন ৩৪ ও ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪৮ জন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াৎ আইভীর নৌকা ও তৈমূর আলমের হাতি প্রতীক নিয়ে মূল আলোচনা।

Comments

The Daily Star  | English

6 months of interim govt: Citizens still in fear for safety

Many citizens feel unprotected and vulnerable since law enforcement agencies have not been able to regain control

9h ago