বাংলা সাহিত্যের এককালের সৃজ্যমান লেখকদের মধ্যে একমাত্র সেলিম আল দীনকে পুতুলনাট্য নিয়ে ঔৎসুক এবং এর ‘আধুনিকায়ন ও উন্নয়নে’ প্রয়াসী হতে দেখা গেছে। বিভিন্ন রচনায় তিনি পুতুলনাট্যের উপকরণ ও প্রসঙ্গের...