ঢাকা-ব্যাংকক রুটে ফের ফ্লাইট চালু করেছে থাই এয়ারওয়েজ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ড সরকার বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ব্যাংকক-ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে থাই এয়ারওয়েজ। আজ বৃহস্পতিবার থেকে যাত্রী পরিবহন শুরু হয়।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এয়ারলাইনটি ব্যাংকক-ঢাকা রুটে টিজি৩২১ ফ্লাইটটি পরিচালনা করে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা পৌঁছায়। এ ছাড়া ১টা ৪০ মিনিটে ঢাকা-ব্যাংকক ফ্লাইট টিজি৩২২, ব্যাংকক, সিডনি, সিউল, শিকাগো, টোকিও হানেদা অ্যান্ড নারিতা, ম্যানিলা, আবুধাবিসহ আরও অনেকগুলো সুবিধাজনক সংযোগকারী গন্তব্যে ছেড়ে যায়। 

থাই এয়ারওয়েজ ৩২টি বিজনেস ক্লাস এবং ২৮৮টি ইকোনমি আসনের আধুনিক ওয়াইড বডি এয়ারক্রাফ্ট এয়ারবাস এ৩৫০-৯০০ মোতায়েন করেছে। যাত্রীদের চাহিদার ভিত্তিতে থাই এয়ারলাইন্স আগামী মাসে আরও ফ্লাইট যোগ করতে চায় বলে জানানো হয়ে বিজ্ঞপ্তিতে।

কোভিড-১৯ মহামারির বিধিনিষেধের কারণে ২০২০ সালের মার্চের শেষের দিক থেকে থাইল্যান্ডে যাত্রী পরিবহন স্থগিত করা হয়েছিল। তবে থাইল্যান্ড সরকার কয়েক মাস থেকে বাংলাদেশ এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

থাই ব্যবস্থাপক তাদের জেনারেল সেলস এজেন্সিকে যাত্রীদের জন্য এয়ার গ্যালাক্সি লিমিটেডে পরিণত করেছে। ২৫ গুলশান অ্যাভিনিউতে (প্রথম তলা) এবং চট্টগ্রাম ও সিলেটে শাখা স্থাপনসহ থাই এয়ারওয়েজের ডেডিকেটেড সেলস অ্যান্ড টিকেটিং অফিস স্থাপন করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

1h ago