মিমের বিয়ের ছবি

বিয়ের আসরে মিম ও সনি। ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম আজ মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসেছেন। ঢাকার একটি ৫ তারকা হোটেলে বিয়ে অনুষ্ঠানের আয়োজন চলছে।

সনাতন ধর্ম রীতি মেনে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। গতকাল রাতে তার গায়ে হলুদ হয়।

ছবি: সংগৃহীত

এর আগে, বিদ্যা সিনহা মিম গত বছর জন্মদিনে সনি পোদ্দারের সঙ্গে বাগদান সেরেছিলেন।

সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার।

৬ বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয় হয়। তারপর সেই সূত্র ধরে তাদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

40m ago