আলফ্রেড খোকনের কবিতা

অলঙ্করণ: বিপ্লব চক্রবর্তী

ক্লাশমেট সন্ধ্যা

সন্ধ্যা আমার ক্লাশমেট
একথা অনেকে জানে
যেমন জেনেছে দুপুরমণি
সে থাকে কর্মকার পাড়াতে 
পলায়নপর তাকে ধরতে
প্রতিদিনই 
পুলিশ দিচ্ছে রেট!

সন্ধ্যা আমার ক্লাশমেট
এই প্রশ্ন অমীমাংসিত 
রয়ে যাচ্ছে তো যাচ্ছেই
এই উত্তীর্ণ সন্ধ্যায়
কেউ লাগিয়ে দিচ্ছে  
ওই
ওদের বাড়ির গেট।
 

Comments

The Daily Star  | English

All 3 major parties backed Yunus' leadership: press secretary

Expressed support for a free, fair, and peaceful election under his administration, says Shafiqul Alam

30m ago