মায়ের গন্ধ ভাসে

অলঙ্করণ: বিপ্লব চক্রবর্তী

রাতের আকাশ, আকাশ জুড়ে আলোকজ্বলা চাঁদ

এই পৃথিবীর প্রত্যেকে পায় চাঁদের আশীর্বাদ।

চাঁদের আলোয় যায় ভেসে যায় দিগন্ত মাঠ বন

বনের মাঝে মনের মাঝে চাঁদের আলোড়ন।

 

প্রাণপ্রকৃতির এই পৃথিবীর সাগর পাহাড় নদী 

অমাবস্যায় যায় ডুবে যায় চাঁদ না থাকে যদি।

প্রেম-বিরহে চাঁদের আলোয় সিনান করি রোজ

চাঁদই রাখে এই পৃথিবীর সব মানুষের খোঁজ। 

 

ও চাঁদ আমার মাকে চিনিস? কোনখানে মা থাকে?

খুঁজছি আমার মাকে আমি খুঁজছি আমার মাকে।

 

চাঁদ বললো, দেখেছিলাম। অই ওখানেই ছিলো!

কে যে তাকে আদর করে এই সেদিকে নিলো... 

তারপরে আর দেখছি না তো! আবার দেখা পেলে

বলবো তোমার মাকে--তোমায় খুঁজছে তোমার ছেলে!

 

সাগর নদী বৃক্ষ পাহাড় কেউ থাকে না বাকি

যাকেই শুধাই--তোমরা আমার মাকে চেনো নাকি?

সবাই বলে, চিনি চিনি, চিনি তোমার মাকে

তোমার মা তো খুব সুন্দর! ওই ওদিকে থাকে!  

 

কিন্তু খুঁজে পাই না মাকে, কোথায় গেলো মা-টা!

মায়ের খোঁজে এদিক-সেদিক চলছে আমার হাঁটা...

হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে ক্লান্ত আমার পা--

কোথায় গেলে মাকে পাবো? কোথায় গেলো মা!

 

দিন গড়িয়ে সন্ধ্যা নামে সূর্য নামে পাটে

হাঁটতে হাঁটতে চলে এলাম তেপান্তরের মাঠে।

আঁধার ঘনায় দু'চোখ ঝেঁপে ক্লান্তিতে ঘুম আসে

ঘুমিয়ে পড়ার ইচ্ছে জাগে সবুজ নরম ঘাসে।

 

চোখের সামনে মস্ত আকাশ, আকাশ এলো নেমে। 

চাঁদের সঙ্গে মেঘ বালিকার বিরোধ থেমে থেমে--

ফের শুরু হয়। কী অপরূপ মায়াবী খুনসুটি!

ভালোবাসার গল্প লেখে চাঁদ-তারাদের জুটি।

 

ও তারা তুই চিনিস নাকি? চিনিস আমার মাকে?

খুঁজছি আমি তাকে ও ভাই খুঁজছি আমি তাকে...... 

 

তারার পানে চেয়ে চেয়ে রাত্রি নেমে আসে

মিষ্টি শীতল হিম বাতাসে মায়ের গন্ধ ভাসে।

 

ঘোরের মধ্যে ডুবতে ডুবতে ঘুমিয়ে গেলাম নাকি! 

কানে কানে বললো একটা ছোট্ট হলুদ পাখি-- 

মা কখনো যায় না চলে সন্তানেরে ফেলে

বুঝলি বোকা? বুঝলি খোকা? বুঝলি পাগল ছেলে!

 

ভালোবাসার নকশী কাঁথার বুনন হলে সারা

মা হয়ে যায় দূর আকাশের 'অজানা এক তারা'।

 

চলে যাবার পরেও মায়ের থাকে উপস্থিতি

দূর থেকে মা জানায় নিতি আদর সোহাগ প্রীতি।

তার সন্তান কেমন আছে সেইটা দেখার ছলে--

মায়েরা অই দূর আকাশের তারা হয়েই জ্বলে...

 

অনন্ত নক্ষত্র পানে দৃষ্টি মেলে রাখি

আমার জন্যে একটি তারা নেমে আসবে নাকি!

 

ও তারা ও তারা আমার মাকে এনে দিবি? 

ও তারা ও তারা আমায় তোদের দলে নিবি?

Comments

The Daily Star  | English

Seven colleges will no longer be affiliated with Dhaka University

The decision was taken during an urgent meeting between the DU VC and principals of seven affiliated colleges

3h ago