চলে গেলেন শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু
দক্ষিণ আফ্রিকার শান্তিতে নোবেলজয়ী ও বর্ণবাদবিরোধী আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন।
আজ রোববার সকালে তিনি ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
টুটু দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে অহিংস আন্দোলনে অংশ নিয়ে ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পান।
১৯৯০ দশকের শেষের দিকে টুটুর প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। গত কয়েক বছরে তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়।
টুটুর মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা শোক প্রকাশ করে বলেন, 'তিনি ছিলেন অসামান্য দেশপ্রেমিক।'
তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে টুটুর মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।
টুটু বৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার পক্ষে সোচ্চার ছিলেন। জীবনের শেষ দিনগুলোতেও তিনি 'বৈষম্যহীন সমাজ' প্রতিষ্ঠিত না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন।
আর্চবিশপ ডেসমন্ড টুটু আইপি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আর্চবিশপ কার্যালয়ের সমন্বয়ক ড. রামফেলা মামফেলে টুটুর পরিবারের পক্ষে বার্তায় বলেন, 'টুটু ৯০ বছর বয়সে কেপ টাউনের ওয়াসিস ফ্র্যাইল কেয়ার সেন্টারে মারা গেছেন।'
Comments