মেয়ে বের হতে পারলেও আগুনে পুড়ে মায়ের মৃত্যু
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় বাড়িতে আগুন লেগে রিজিয়া বেগম (৫৮) নামে এক নারী মারা গেছেন। আজ ভোর রাতে আকবরশাহ এলাকায় ওই আগুন লাগে বলে জানায় চট্টগ্রাম ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ এ তথ্য জানান।
নিউটন বলেন, 'আজ ভোর সাড়ে ৫টার এর দিকে আকবরশাহ এলাকায় আগুন লাগলে রিজিয়া বেগম ঘর থেকে বের হতে না পারায় জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। ঘরে থাকা তার মেয়ে বেরিয়ে যেতে পারায় তিনি প্রাণে বেঁচে গেছেন।'
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ওই এলাকায় পাঁচটি ঘর পুড়ে গেছে।
এদিকে, গতকাল রাতে বন্দরনগরীর বালুছরা এলাকার একটি কলোনিতে আগুনে অন্তত ৫৫টি ঘর পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা নিউটন দাস।
তবে আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।
বালুছরা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাহানাজ বেগম কাঁদতে কাঁদতে বলেন, 'আগুন আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমার মেয়ের সব বই পুড়ে গেছে। কিস্তিতে কেনা আমার বাড়ির সব জিনিসপত্রের কিছুই বের করতে পারিনি।'
Comments