ভাসানচর পৌঁছেছেন আরও ৫৫২ রোহিঙ্গা

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ-উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অষ্টম ধাপে নোয়াখালীর ভাসানচরে আরও ৫৫২ জন রোহিঙ্গা এসে পৌঁছেছেন। আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে নৌবাহিনীর ২টি জাহাজে করে তারা ভাসানচরের পৌঁছান।

এ নিয়ে ভাসানচরে মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৯৫৭ জন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত দ্য ডেইলি স্টারকে জানান, আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে ভাসানচর ক্যাম্পের ৫৬ ও ৬৬ নম্বর ক্লাস্টারে হস্তান্তর করা হয়।

ওসি জানান, এ সময় নৌ বাহিনী, নোয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তা, কোস্টগার্ড, এপিবিএন ও ভাসানচর থানা পুলিশ উপস্থিত থেকে তাদের স্বাগত জানায়। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

তাদের মধ্যে ২২৫ জন পুরুষ, ১৪৪ জন নারী ও ১৮৩ জন শিশু-কিশোর বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

When students become guinea pigs

Shifting education policy belies thoughtless experiment

39m ago