শাহ আমানত বিমানবন্দর থেকে ৮৬ সোনার বার উদ্ধার

gold_bar_18dec21.jpg
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৬টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম বিমানবন্দর শাখা।

আজ শনিবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোনার বারগুলো পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক একেএম সুলতান মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন ১০ কেজি। কারা এই চোরাকারবারিতে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments