ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: ৩ দিনের রিমান্ডে স্বামী ইফতেখার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী ইফতেখার আবেদীনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানিয়েছে, বনানী থানার উপপরিদর্শক সালাউদ্দিন মোল্লা মামলায় গ্রেপ্তার আসামি ইফতেখার আবেদীনকে আদালতে হাজির করে ৭ দিন রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রাজধানীর বনানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৬) মৃত্যু হয়। পুলিশ ইউনাইটেড হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
মেঘলার পবিরারের সদস্যরা দাবি করেছিলেন, তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করা হয়েছে। আজ তারা একটি হত্যা মামলা দায়ের করেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মেঘলা ৬ মাস আগে কানাডা প্রবাসী ইফতেখার আবেদীনকে বিয়ে করেন এবং তার স্বামীর বনানীর বাসায় থাকতেন।
Comments