হাতি হত্যার অভিযোগে বাবা-ছেলে কারাগারে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বৈদ্যুতিক ফাঁদ দিয়ে হাতি হত্যা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল সোমবার বাঁশখালীর সহকারী জজ মইনুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভিযুক্ত মোহাম্মদ কালাম (৬৫) ও তার ছেলে নেজাম সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
গত ৩০ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ে পুঁতে রাখা একটি হাতির মরদেহ উদ্ধার করে বন বিভাগ। কর্মকর্তারা জানিয়েছিলেন, বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী সুরক্ষা ও সংরক্ষণ আইনে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় কালাম ও নেজামসহ ৩ জনকে আসামি করা হয়।
Comments