দ. আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনায় আক্রান্ত
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার মধ্যে মৃদু উপসর্গ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে সিএনএন জানায়, গতকাল রোববার করোনা শনাক্তের পর থেকে তিনি চিকিৎসাধীন।
এ কারণে আগামী এক সপ্তাহের জন্য ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে প্রেসিডেন্টের কার্যনির্বাহী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।
প্রেসিডেন্টের কার্যালয়ের ওই বিবৃতিতে আরও জানানো হয়, গতকাল সকালে কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের সম্মানে রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে ফেরার পর অসুস্থ বোধ করতে শুরু করেছিলেন রামাফোসা। পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়।
তবে তার মনোবল শক্ত আছে এবং তিনি দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীর সামরিক স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে চিকিৎসাধীন বলেও জানানো হয়েছে।
Comments