নিরাপদ সড়ক: দাবি পূরণ না হলে ১৫ ডিসেম্বর থেকে অনশন কর্মসূচি

ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার

আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৫ ডিসেম্বর থেকে সারাদেশে অনশন কর্মসূচি ঘোষণা দিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজধানীর সচিবালয় ভবনের সামনে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করা হবে।

আন্দোলনকারীদের পক্ষে আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ মেহেদী দীপ্ত এ কর্মসূচির ঘোষণা দেন।

এ সময় সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সারাদেশের শিক্ষার্থীদের জন্য সব গণপরিবহনে অর্ধেক ভাড়ার গেজেট প্রকাশসহ ৯ দফা দাবি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

সাধারণ শিক্ষার্থীদের আহ্বানে 'সড়কে স্বজন হারাদের সমাবেশ' ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে অংশ নেন ২ বছর আগে সড়ক দুর্ঘটনায় ছেলে সাইফুল ইসলামকে হারানো শাহজাহান কবির।

তিনি বলেন, 'খুনি চালকরা রাস্তায় বিনা বাধায় গাড়ি চালাচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত ন্যায়বিচার পাইনি।'

তিনি আরও বলেন, 'সাইফুল আমার একমাত্র ছেলে ছিল। ২ বছর আগে বাসচাপায় তার মৃত্যু হয়। বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে নানাভাবে চিঠি দিয়েছি। এখন পর্যন্ত ন্যায়বিচার পাইনি।'

'আমি একজন দরিদ্র কৃষক। পরিশ্রম করে বেঁচে আছি। সরকারের থেকেও কোনো আর্থিক সাহায্য পাইনি। আমাদের ছেলেকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার দেখতে চাই। আমি আশা করি আর কোনো বাবা আমার মতো ছেলেকে হারাবেন না,' বলেন তিনি।

সমাবেশের আয়োজক ভর্তিচ্ছু মঈদুল ইসলাম দাউদ বলেন, 'আজ আমাদের স্বাধীনতার ৫০ বছর। কিন্তু রাস্তায় কোনো শৃঙ্খলা নেই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।'

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদুল ইসলাম আপন বলেন, 'রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর ফলে অনেকের স্বপ্ন ভেঙে গেছে। আমরা জানি যে মালিকদের চাপে চালকদের বেপরোয়া গাড়ি চালাতে হয় এবং অনেক নতুন চালক পুরোপুরি শেখার আগেই লাইসেন্স পেয়ে যান। এর ফলে প্রতিদিন সড়কে মানুষের মৃত্যু হচ্ছে।'

Comments

The Daily Star  | English

A father lost forever

Two-year-old Masura Islam Taskia, daughter of slain lawyer Saiful Islam Alif, remains oblivious to the tragedy that has shaken her family.

1h ago