উইঘুরদের ওপর গণহত্যা চালিয়েছে চীন: যুক্তরাজ্যের স্বাধীন ট্রাইব্যুনাল

ছবি: রয়টার্স

জিনজিয়াং প্রদেশে জাতিগত সংখ্যালঘু উইঘুরদের ওপর চীন গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক স্বাধীন ট্রাইব্যুনাল।

আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বিরুদ্ধে অভিযোগ আছে যে, দেশটি রাষ্ট্রীয়ভাবে উইঘুরদের ওপর জন্ম নিয়ন্ত্রণ ও বন্ধ্যাকরণ ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। গতকাল দ্য উইঘুর ট্রাইব্যুনাল এ অভিযোগ জানায়।

ট্রাইব্যুনালের সভাপতি স্বনামধন্য ব্রিটিশ ব্যারিস্টার স্যার জিওফ্রে নাইস বলেন, 'উইঘুর ও অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের সংখ্যা কমাতে চীন স্বপ্রণোদিত ও পদ্ধতিগত কৌশল বাস্তবায়ন করছে।'

তিনি আরও বলেন, 'আইনজীবী ও শিক্ষাবিদদের নিয়ে গঠিত ট্রাইব্যুনালের প্যানেল মনে করে, জিনজিয়াং প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের ওপর দমনপীড়নের দায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের ওপর বর্তায়।'

ট্রাইব্যুনালের রায়ে স্যার জিওফ্রে বলেন, 'জিনজিয়াংয়ে গণহারে হত্যার কোনো প্রমাণ না পাওয়া গেলেও জন্মনিয়ন্ত্রণের যে অভিযোগ রয়েছে তার উদ্দেশ্য গণহত্যা। এ ছাড়াও, সেখানে উইঘুরদের ওপর মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন, যৌন নিপীড়নের প্রমাণ পাওয়া গেছে।'

তবে চীন এসব অভিযোগ অস্বীকার করেছে।

ট্রাইব্যুনালের রুলিংয়ের বিষয়ে গতকাল চীনের এক মুখপাত্র বিবিসিকে বলেন, 'এটি একটি নকল ট্রাইব্যুনাল। জনগণকে ভুল পথে চালিত করতে এটি চীনবিরোধী গোষ্ঠীর রাজনৈতিক হাতিয়ার।'

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

59m ago