লাইফ সাপোর্টে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ
করোনা আক্রান্ত আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
আজ মঙ্গলবার রাতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসান আরিফকে বিকেলের দিকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, করোনা আক্রান্ত হাসান আরিফের ফুসফুস সংক্রমিত হয়েছে।
এর আগে, গত শনিবার আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।
Comments