তাইজুলককে মনে ধরেছে সাকলায়েনের

Taijul Islam
উইকেট নিয়ে উল্লাস তাইজুল ইসলামের। ছবি: ফিরোজ আহমেদ

ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে দুই দলের বাকি সব স্পিনারের থেকে নিজেকে আলাদা করেন তাইজুল ইসলাম। ৩৩০ রান করেও তার দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়নি, হারতে হয় সহজে। তবে এই ম্যাচ থেকে তাইজুলের বোলিং থাকছে প্রাপ্তি হয়ে। প্রতিপক্ষ কোচ ও কিংবদন্তি স্পিনার সাকলায়েন মোশতাকেরও মনে ধরেছে তাইজুলকে।

পাকিস্তানকে ২৮৬ রানে আটকে দিতে প্রথম ইনিংসে ১১৬ রানে ৭ উইকেট নেন তাইজুল। ম্যাচের তৃতীয় দিনে তার ঘূর্ণি বলেই বড় স্বপ্ন দেখছিল বাংলাদেশ।

৪৪ রানের লিড নিয়েও যদিও পরে ম্যাচে আর সাফল্যের পথে হাঁটা যায়নি। পঞ্চম দিনের খেলা শুরুর আগে ব্রডকাস্টারদের সঙ্গে আলাপে সাকলায়েন প্রশংসা করেন তাইজুলের,   'তাইজুলকে আমার বেশ ভালো লেগেছে। সে আক্রমণ করেছে, ব্যাটসম্যানদের সুযোগ দেয়নি। আলগা বল দেয়নি, এমনকি প্রান্ত বদলের সুযোগও দিচ্ছিল না। ওর নিয়ন্ত্রণ সত্যিই আমার মনে ধরেছে।'

সাবেক পাকিস্তানি এই স্পিনার কোচ হিসেবে কাজ করেছেন বাংলাদেশেও। তাইজুলকে জানা আছে তার। তাইজুলের শক্তি সামর্থ্যের কথা জেনেই তার পরামর্শ ভাণ্ডারে তাইজুলকে যোগ করতে হবে আরও বৈচিত্র্য,  'তবে আমি বলব ওকে আরও ভাল করতে হলে বৈচিত্র্য যোগ করতে হবে। বৈচিত্র্য তাকে বাড়তি মাত্রা দেবে। আরও ওভারস্পিন ওকে সহায়তা করবে। তার টেম্পারমেন্ট, তার ধৈর্য খুবই ভাল লাগার মতো। নিয়ন্ত্রণটাই ওর শক্তি।'

প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তাইজুল নেনে ১ উইকেট। ম্যাচে ৮ উইকেট নিয়ে টেস্টে তার উইকেট সংখ্যা এখন ১৪২। বাংলাদেশে তার উপরে আছেন কেবল সাকিব আল হাসান।

Comments

The Daily Star  | English

5 killed as train hits auto-rickshaw in Cumilla

The accident took place when the Chattogram-bound Chattala Express train hit a battery-run auto-rickshaw in Kalikapur area

34m ago