দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন কিনা বলতে পারছেন না ডমিঙ্গো
হ্যামস্ট্রিংয়ের চোটে অনেকদিন খেলার বাইরে থাকা সাকিব আল হাসান দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে ধোঁয়াশা দূর হয়নি। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, সাকিবের খেলা নিয়ে নিশ্চিত তথ্য তার কাছে নেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় চোটে পড়েন সাকিব। খেলতে পারেননি শেষ দুই ম্যাচ। এরপরই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান। তাকে পাওয়া যায়নি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হলেও পরে সাকিব ছিটকে যান। দ্বিতীয় টেস্টেও তার খেলা এখনো পর্যন্ত নিশ্চিত নয়।
সোমবার চট্টগ্রামে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ডমিঙ্গো জানান, সাকিবের একটি ফিটনেস পরীক্ষা হওয়ার কথা, 'এখনো বলতে পারছি না সে খেলবে কিনা। আমার ধারণা আজ তার একটি ফিটনেস পরীক্ষা হবে। ফিজিও ও ট্রেনারদের কাছ থেকে মতামত পাওয়ার অপেক্ষায় আছি আমরা।'
ঢাকায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর।
Comments