২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ইয়াসির আলি
শাহীন শাহ আফ্রিদির বাউন্সারে মাথায় চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়া ইয়াসির আলি চৌধুরী রাব্বির স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। তবে সতর্কতা হিসেবে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিসিবি জানিয়েছে, চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরই ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করা হয় ইয়ারিরের মাথায়। তাতে কোন সমস্যা ধরে পড়েনি।
তবে যেহেতু তিনি একটি চোট পেয়েছেন, সেকারণে বাড়তি সতর্কতার অংশ হিসেবে তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম সেশনে আঘাতপ্রাপ্ত হন ইয়াসির। অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয়ে দারুণ ব্যাট করতে থাকেন তিনি। সকালের সেশনে তার নৈপুণ্যে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংসের ৩০তম ওভারে শাহীনের বাউন্সার ডাক করতে গিয়ে হেলমাটে লাগে ইয়াসিরের। পরে আরও এক ওভার মাঠে থাকলেও অস্বস্তি বোধ করায় বেরিয়ে যান। থেমে যায় তার ৭২ বলে ৩৬ রানের ইনিংস।
কনকাশন বদলি হিসেবে পরে একাদশে নেওয়া হয় নুরুল হাসান সোহানকে। ইয়াসিরের বদলি নেমে তিনি করেন ১৫ রান। লিটন দাসের ফিফটিতে বাংলাদেশ করতে পারে ১৫৭ রান।
২০২ রানের লক্ষ্য নেমে অনায়াসে এগিয়ে যাচ্ছে পাকিস্তান।
Comments