মাথায় বল লেগে ছিটকে গেলেন ইয়াসির, কনকাশন বদলি সোহান 

Yasir Ali Chowdhury
মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। ছবি: ফিরোজ আহমেদ

অভিষেক টেস্টে প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করছিলেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। কিন্তু শাহীন শাহ আফ্রিদির বলে মাথায় বল লেগে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে তাকে। তিনি আর এই ম্যাচেই ফিরতে পারবেন না। 

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, মাথায় বল লাগা ইয়াসির ম্যাচ থেকে ছিটকে গেছেন। তাকে স্ক্যান করার জন্য ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।  ইয়াসির আলির কনকাশন  বদলি হিসেবে নুরুল হাসান সোহানকে একাদশে নেওয়ায় হয়েছে। টেস্টে এই নিয়ে তৃতীয়বারের মতো কনকাশন বদলি নিতে হয় বাংলাদেশকে। এর আগে ভারতের বিপক্ষে কলকাতায় গোলাপি বলের টেস্টে দুজন কনকাশন নিতে হয়েছিল বাংলাদেশকে। সেবার লিটন দাসের বদলে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসানের বদলে নামেন তাইজুল ইসলাম। 

ওয়ানডেও একবার কনকাশন বদলি নিতে হয় বাংলাদেশকে। মোহাম্মদ সাইফুদ্দিনের কনকাশন বদলি হিসেবে নেমেছিলেন তাইজুল ইসলাম। 

ম্যাচের ৩০তম ওভারের পঞ্চম বলের ঘটনা।  বল যতটা উপরে উঠবে ভেবেছিলেন ইয়াসির, ততটা ওঠেনি। চোখ সরিয়ে নিয়ে ডাক করেছিলেন। কিন্তু পাকিস্তানের পেসার  আফ্রিদির শর্ট বল গিয়ে লাগে তার হেলমেটের পেছনের অংশে। কনকাশন প্রোটোকল অনুসরণের পর আবার ক্রিজে ফেরত যান তিনি। তবে এক ওভার পরই অসুস্থতা বোধ করায় মাঠ ছাড়তে হলো দারুণ খেলতে থাকা বাংলাদেশের এই ডানহাতি ব্যাটারকে। চট্টগ্রাম টেস্টে তার আর মাঠে নামা হবে না।

ইয়াসির মাঠ ছাড়েন ৩৬ রান নিয়ে। তার ৭২ বলের ইনিংসে চার ৬টি। লিটনের সঙ্গে ৬৯ বলে ৪৭ রানের জুটিতে তিনিই ছিলেন সপ্রতিভ। দারুণ কিছু শটে নিজের ব্যাটিং সামর্থ্যের ছাপ রাখেন দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক মঞ্চে পা রাখা এই ক্রিকেটার। জুটিতে ইয়াসিরের অবদান ৩৮ বলে ২৮ রান। 

সকালে মুশফিকুর রহিমকে হারানোর পর লিটন দাসকে সঙ্গে বাংলাদেশের ইনিংস টানেন ইয়াসির। রক্ষণে ছিলেন নিখুঁত, বল ছাড়ায় ছিলেন সতর্ক। শট খেলায় দেখান ইতিবাচক অ্যাপ্রোচ। মনে হচ্ছিল তার ব্যাটে মিলবে বড় কিছু। কিন্তু দুঃখজনকভাবে ইতি হলো ইয়াসিরের ইনিংসের। 

 

Comments

The Daily Star  | English

BNP proposes term limit for PM, reinstating caretaker government

The party presented 62 proposals to the Constitution Reform Commission

30m ago