যে কারণে রিভিউ নেয়নি বাংলাদেশ
পাকিস্তানের দুই ওপেনারের সতর্ক শুরু কোনভাবেই যখন চিড় ধরানো যাচ্ছিল না তখনই আসে এক সুযোগ। কিন্তু তাইজুল ইসলামের বলে উইকেট নেওয়ার পরিস্থিতি এলেও রিভিউ না নেওয়ার আক্ষেপে পুড়ে বাংলাদেশ। দিনের খেলা শেষে কিপার-ব্যাটসম্যান লিটন দাস জানালেন তাৎক্ষণিক অনুভবের উপর আস্থা রাখায় তারা রিভিউ নেওয়ার পথে হাঁটেননি।
পাকিস্তান ইনিংসের ১৩তম ওভারের খেলা। তাইজুলের ভেতরে ঢোকা পঞ্চম বলটা একটু সরে কাট করতে গিয়ে পরাস্ত হন আব্দুল্লাহ শফিক। বাংলাদেশের এলবিডব্লিউ আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বল আগে ব্যাটে নাকি আগে প্যাডে লেগেছিল এই দোলাচলে খানিক্ষক সতীর্থদের সঙ্গে আলাপ করে আর রিভিউ নেননি মুমিনুল হক।
খানিক পর রিপ্লেতে দেখা যায় বল আগে লেগেছিল প্যাডেই। ছিল ইন লাইন, উইকেটও হিট করছিল। অর্থাৎ রিভিউ নিলেই উইকেট পেত বাংলাদেশ। একটি ইনিংসে প্রতিটি দলকে দেওয়া হয় তিনটি রিভিউ। তিন রিভিউ থাকার পরও সংশয় থাকায় ঝুঁকি নেননি বাংলাদেশ অধিনায়ক।
লিটন ছিলেন উইকেটের পেছনে। বল আগে ব্যাটে নাকি প্যাডে লেগেছে উইকেটের পেছন থেকে তার দেখা কঠিন। বোলার আত্মবিশ্বাসী হলেও বাকিদের থেকে মেলেনি সাড়া। রিপ্লে দেখে বোলার তাইজুল পরে মাঠেই প্রকাশ করেন হতাশা।
লিটন জানালেন, এসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হওয়ায় হয়ে যায় এমন ভুল, 'দেখেন রিভিউ জিনিসটা পুরোপুরি তাৎক্ষনিক। তাৎক্ষনিক মনে হয়েছে বলটা আগে ব্যাটে লেগেছে যে কারণে আমরা রিভিউ নিই নাই। যদি মনে হতো যে প্যাডে আগে লেগেছে তাহলে সন্দেহ নেই যে আমরা রিভিউ নিয়ে নিতাম।'
তখন ৯ রানে থাকা শফিক দিনশেষে অপরাজিত ৫২ রানে। ৩১ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গার সুযোগ হারানোর পর তারা তুলে ফেলেছে ১৪৫ রান।
Comments