অনুশীলনের খুঁটিনাটি

লিটনের কিপিং ‘কোচ’ সোহান, ক্লোজ ফিল্ডিংয়ে অধিনায়ক মুমিনুল  

Nurul Hasan Sohan & Liton Das
লিটনের কিপিং অনুশীলনে সহায়ক ভূমিকায় নুরুল হাসান সোহান। ছবি: ফিরোজ আহমেদ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়েই শুক্রবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে বাংলাদেশ। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর থেকে প্রথম আনুষ্ঠানিক দলীয় অনুশীলন করেছে মুমিনুল হকের দল। খণ্ডচিত্রে এই অনুশীলনের কিছু গল্প।

Litton Das, Nurul Hasan Sohan & Mominul Haque
ছবি: ফিরোজ আহমেদ

লিটনের কিপিং প্রস্তুতিতে সহায়ক সোহান

সম্প্রতি সাদা বলে দলের এক নম্বর কিপার ব্যাটসম্যান হয়ে উঠেছেন নুরুল হাসান সোহান। গ্লাভস হাতে তার সপ্রতিভ উপস্থিতি হয়েছে প্রশংসিত। তবে সাদা পোশাকে কিপিং গ্লাভস হাতে দলের প্রথম পছন্দ লিটন কুমার দাস। সাত নম্বরে ব্যাট করে গত ৭ টেস্টে প্রায় ৪৫ গড়ে রান করেছেন লিটন। ব্যাটিং সামর্থ্যে বেশ খানিকটা এগিয়ে থাকায় লিটনই টেস্টে দলের প্রথম পছন্দ।

বুধবার দলের অনুশীলনের প্রথম ভাগে সোহানকে দেখা গেল লিটনের সহায়ক ভূমিকায়। কখনো ডানহাতি, কখনো বামহাতি ব্যাটার বনে কিপিং অনুশীলনে লিটনকে সাহায্য করেছেন তিনি।

Mominul Haque
চট্টগ্রাম টেস্টে ক্লোজ ফিল্ডিংয়ে দেখা যাবে অধিনায়ক মুমিনুল হককেই। ছবি: ফিরোজ আহমেদ

ক্লোজ ফিল্ডিংয়ের প্রস্তুতিতে অধিনায়ক মুমিনুল

টেস্টে সিলি পয়েন্ট, ফরওয়ার্ড শর্ট লেগ এসব জায়গা ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কোন ক্যাচ যেতে পারে এসব জায়গায়। কিন্তু বাংলাদেশ দলকে এসব জায়গায় প্রায়ই হেলা করতে দেখা যায়। বেশিরভাগ সময় দলের জুনিয়র ক্রিকেটাররাই দাঁড়ান এসব পজিশনে।

অধিনায়ক হওয়ার আগে সিলি পয়েন্ট, ফরওয়ার্ড শর্ট লেগে নিয়মিত দেখা যেত মুমিনুল হককে। কিন্তু তিনি অধিনায়ক হওয়ার পর গত কয়েক টেস্টে আর এসব পজিশনে দাঁড়াচ্ছিলেন না। পাকিস্তানের বিপক্ষে যে বদলাতে যাচ্ছে সে ছবি তার আভাস মিলল অনুশীলনে। মাথায় হেলমেট পরে সিলি পয়েন্টে ফিল্ডিংয়ের অনুশীলন করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।

Mahmudul Hasan Joy
বল হাতে মাহমুদুল হাসান জয়। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

অনুশীলনে জয় বোলারের ভূমিকাতেও!

ব্যাটসম্যান হিসেবেই বাংলাদেশ টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ মাহমুদুল হাসান জয়। কিন্তু তিনি যে টুকটাক বলও করতে পারেন এদিন দেখা গেল তা। তিন স্পিনার নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজদের পাশাপাশি কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধায়নে অফ স্পিন করেছেন জয়।   ৬টি প্রথম শ্রেণী খেলে কখনই বল করেননি জয়, টি-টোয়েন্টিতেও না। লিস্ট-এ সংস্করণে মাত্র ২৪ বল করার নজির আছে তার। ধারণাই করা যায় তার বোলিং করা নেহায়েত অনুশীলনের স্বার্থে।

লোয়ার অর্ডারের শক্ত প্রস্তুতি

টেস্টে ৮-৯ উইকেট পড়ে যাওয়ার পরও যেসব দল হাল না ছেড়ে লড়ে যায়, গুরুত্বপূর্ণ রান বাড়ায় তাদের ফলেও পড়ে ইতিবাচক প্রভাব। লোয়ার অর্ডার থেকে কার্যকর কিছু রান আনার চিন্তা তাই বাংলাদেশেরও। বোলাররা বোলিং অনুশীলন শেষ করেই তাই ভীষণ সিরিয়াস হয়ে করেছেন ব্যাটিং অনুশীলন। তাতে অগ্রভাগে দেখে গেছে তাইজুল ইসলামকে। এমনিতে কাজ চালিয়ে নেওয়ার মতো ব্যাটিং পারেন তিনি। এদিন কোচ মিজানুর রহমান বাবুলের তত্ত্বাবধায়নে প্রায় ৩০ মিনিট ব্যাট করেছেন তিনি। দারুণ সব ড্রাইভে কুড়িয়েছেন কোচের প্রশংসাও। মূল ম্যাচেও 'ব্যাটার' তাইজুলদের অবদানও চাইবে দল। 

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

4h ago