আনুষ্ঠানিকতার ম্যাচ খেলতে গিয়েই বিপদে পড়লেন তাসকিন
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিটা ছিল অনেকটা আনুষ্ঠানিকতার। কিন্তু এই ম্যাচ খেলতে নেমেই বিপদে পড়েছেন তাসকিন আহমেদ। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েছেন। হাতে পড়েছে সেলাই। তাতে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেছেন দারুণ ছন্দে থাকা বাংলাদেশের এই পেসার।
সোমবার মিরপুরে পাকিস্তানের ইনিংসের তখন ষষ্ঠ ওভার চলছিল। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলটাতে বাবর আজমের শটে ফিরতি বল ধরতে গিয়েছিলেন। বল এসে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনির মাঝে আঘাত করে। কাতরাতে কাতরাতে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।
পরে ফিরে এসে দলের প্রয়োজনে বল করেছেন। কিন্তু ম্যাচ শেষে শুনতে হয়েছে খারাপ খবর। তাকে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর জানা গেছে, চোট সারতে লাগবে অন্তত এক সপ্তাহ। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে দিয়েছেন এই খবর, 'তাসকিন এভার কেয়ারে গিয়েছে ওদের সার্জনের কাছে। সেলাই লেগেছে, সেলাই করেছে। আবার এক সপ্তাহ পরে যেতে বলেছে। তখন সেলাই খুলবে। তারপর বোঝা যাবে কী অবস্থা।'
এই সময়ে ঢাকাতে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন তাসকিন। আগামী ৪ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন কিনা তাও অনিশ্চিত। গত কিছুদিন ধরে তিন সংস্করণেই দারুণ ছন্দে ছিলেন তাসকিন। বিশেষ করে, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে টেস্টে তাকে আগুন ঝরানো বল করতে দেখা গেছে। আরেকটি টেস্ট সিরিজ যখন সামনে, তখন চোটে পড়ে ছিটকে যেতে হলো তাকে।
Comments