পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে চমক জয়, রাজা
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। তাসকিন আহমেদের আকস্মিক চোটে ডাক পড়েছে সিলেটের পেসার রেজাউর রহমান রাজার।
সোমবার ঘোষিত ১৬ সদস্যের টেস্ট দলে নতুন এসেছেন এই দুজনই। জিম্বাবুয়েতে সবশেষ খেলা দল থেকে চোটের কারণে নেই তাসকিন, তামিম ইকবাল ও শরিফুল ইসলাম। অবসর নেওয়ায় নেই মাহমুদউল্লাহ।
যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের তিন নম্বরে ব্যাট করে সাফল্য পেয়েছিলেন জয়। সেমিফাইনালে সেঞ্চুরি করে দলকে তুলেছিলেন ফাইনালে। ২১ বছর বয়সী চাঁদপুরের এই ক্রিকেটার চলতি জাতীয় লিগেও আছেন দারুণ ছন্দে। প্রথম ম্যাচে দুই ইনিংসে ০ করলেও পরে আছেন টানা রানে। ঢাকা মেট্রোর বিপক্ষে চট্টগ্রাম বিভাগের হয়ে করেন ১১২ ও ২৯। পরের ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে করেন ১২১ রান। শেষ রাউন্ডে সিলেটে ঢাকা মেট্রোর বিপক্ষে খেলছেন তিনি। প্রথম ইনিংসে করেন ৮৩ রান। টেস্ট দলে ডাক পাওয়ায় ম্যাচ রেখেই এখন তাকে যেতে হবে চট্টগ্রামে।
এবার জাতীয় লিগে ছন্দে আছেন রাজাও। ডানহাতি এই পেসার সিলেট বিভাগের হয়ে তিন ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। প্রথম শ্রেণিতে ১০ ম্যাচ খেলে ৩৩ উইকেট তার।
টেস্ট দলে বাকিদের মধ্যে চমক নেই। টি-টোয়েন্টি সিরিজে না খেলা সাকিব আল হাসান আছেন। কিন্তু বিসিবি জানিয়েছে, প্রথম টেস্টে তার খেলা নির্ভর করছে ফিটনেসের উপর।
তামিম না থাকায় ওপেনিং পজিশনে সাদমান ইসলামের সঙ্গে আছেন সাইফ হাসান। মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরাও টেস্টে আছেন রানের মধ্যে।
আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে মিরপুরে।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী, ইয়াসির আলি চৌধুরী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সাকিব আল হাসান (ফিট হওয়া সাপেক্ষে)।
Comments