আবারও মাঠে ঢুকে দর্শকের অদ্ভুত কাণ্ড!

ছবি: ফিরোজ আহমেদ

এর আগেও একাধিকবার বাংলাদেশের গ্যালারি থেকে খেলার মাঝে দর্শকের মাঠে প্রবেশের ঘটনা ঘটেছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবারও এক দর্শক মাঠে প্রবেশ করে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে।

পাকিস্তানের ইনিংসের তখন ১৩তম ওভার শেষ হওয়ার ঠিক পরের ঘটনা। নর্দান গ্যালারি থেকে বাংলাদেশের জার্সি পরা এক দর্শক কাঁটা তারের বেড়া ডিঙ্গিয়ে মাঠে ঢুকে অদ্ভুত এক কাণ্ড করেছেন। বেশ কয়েকজন মাঠ কর্মীকে ফাঁকি দিয়ে দৌড়ে ছুটে তিনি মোস্তাফিজুর রহমানের পায়ের কাছে লুটিয়ে পড়েন।নিরাপত্তাকর্মীরা পরে প্রবেশ করে ওই দর্শককে মাঠ থেকে বের করে নিয়ে যান। এসময় দুহাত উঁচিয়ে বিজয়ের ভঙ্গি করেন ওই দর্শক। 

বিশ্ব জুড়ে এমন ঘটনা অহরহ হলেও বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেকটাই ভিন্ন। তার উপর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে খেলোয়াড়রা রয়েছেন জৈব সুরক্ষিত বলয়ে। এ সময়ে বাইরে কেউ খেলোয়াড়ের সংস্পর্শে আসার জেরটা টের পেতে হতে পারে বাংলাদেশকে। ঘটনার পরই বল করতে এসেছিলেন মোস্তাফিজ। এক বল করার পরই তাকে  মাঠ থেকে উঠে যেতে হয়। সুরক্ষা বলয়ের সতর্কতার কারণেই এমনটি কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় একই সঙ্গে প্রশ্ন উঠতে পারে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

crazy fan
ছবি: ফিরোজ আহমেদ

মাঠে এমন ঘটনা বাংলাদেশের মাঠে এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। মিরপুর শেরে বাংলায় এর আগে মাশরাফি বিন মুর্তজার এক ভক্ত মাঠে ঢুকে পড়েন। সিলেট স্টেডিয়ামে ঢুকে পড়েন মুশফিকের ভক্ত। আর চট্টগ্রামের মাঠে ঢুকেছিলেন সাকিবের ভক্ত।

Comments

The Daily Star  | English
The BNP has submitted 62 constitutional reform proposals to the Constitution Reform Commission.

BNP unveils vision for ‘rules-based’ society

The BNP yesterday submitted to the constitution reform commission its 62 recommendations designed to establish a rules-based structure and ensure checks and balances of power.

8h ago