বাংলাদেশ দলকে জরিমানা
প্রথম টি-টোয়ন্টিতে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি বাংলাদেশ। মন্থর ওভার রেটের কারণে তাই শাস্তি জুটেছে স্বাগতিক দলের। খেলোয়াড়দেরকে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
শনিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আগের দিন শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সময়মতো বোলিং শেষ করতে পারেনি বাংলাদেশ। প্রতি ইনিংসের জন্য নির্ধারিত সময়ে এক ওভার কম করতে পারে তারা।
এতে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ ও মাসুদুর রহমান, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল এবং চতুর্থ অফিসিয়াল তানভীর আহমেদ।
আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ পরবর্তীতে শাস্তি অনুমোদন করেন। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ অপরাধ স্বীকার করায় ও শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
উল্লেখ্য, প্রথম টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। আগে ব্যাট করে স্বাগতিকরা করতে পারে ৭ উইকেটে ১২৭ রান। ওই রান ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে জিতেছে সফরকারীরা।
Comments