মেজাজ হারিয়ে আফিফকে বল ছুঁড়ে মারলেন শাহিন
ঠিক আগের বলেই ফ্লিক করে শাহীন শাহ আফ্রিদিকে ছক্কায় উড়িয়েছিলেন আফিফ হোসেন। পরের বল ডিফেন্স করে ক্রিজেই ছিলেন তিনি। কিন্তু বল ধরে অযথা জোরালো থ্রো করেন শাহিন। পায়ে বল লাগা আফিফ মাটিতে লুটিয়ে পড়েন। পাকিস্তানি ক্রিকেটাররা ছুটে গিয়ে দুঃখপ্রকাশ করলেও মেজাজ হারিয়েই যে শাহীন দৃষ্টিকটু এমন কাণ্ড করেছেন, তা পরিষ্কার।
তখন সবে উইকেটে নেমেছেন আফিফ। নিজের প্রথম বলে মুখোমুখি সময়ের অন্যতম সেরা পেসার শাহিনের। সমীহ করার পরিবর্তে প্রথম বলেই দারুণ এক ছক্কা হাঁকান আফিফ। মেজাজটা হয়তো তখনই বিগড়ে গিয়েছিল শাহিনের।
তবে আশার কথা বড় কোনো ইনজুরিতে পড়েননি আফিফ। শাহিনের থ্রোতে পড়ে গিয়েছিলেন। পড়ে গিয়ে রীতিমতো কাতরাচ্ছিলেন তিনি। তখন ভয়ই ধরিয়ে দিয়েছিলেন আফিফ। তবে বেশ কিছুটা সময় ধরে প্রাথমিক শুশ্রূষার পর ব্যাটিং চালিয়ে যান আফিফ। উঠে দাঁড়িয়ে পরের বলেই মারেন আরেক বাউন্ডারি। যদিও থিতু হয়ে আফিফ ফিরে যান ২০ বলে ২০ রান করে।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কিছুদিন আগেই প্রায় একই ধরণের একটি কাণ্ডে মাঠেই নিষিদ্ধ করা হয়েছিল জেমস প্যাটিনসনকে। শাহিন শাস্তি পান কিনা এটাই এখন দেখার বিষয়।
আর আফিফের প্রতিরোধে শুরুর ধাক্কা সামলে ভালোই লড়াই করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ৩ উইকেটে ৫৬ রান করেছে টাইগাররা। ২০ রানে ফিরে গেছেন আফিফ। ২৮ রান নিয়ে ক্রিজে আছেন শান্ত।
এর আগে টস জিতে ব্যাট করতে গিয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। শাহিনের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন সাইফ হাসান। যদিও আম্পায়ার শাহিনের আবেদনে অনড় ছিলেন। তবে সফল রিভিউতে সাইফকে ফেরায় পাকিস্তান।
আর নাঈম শেখ আউট হন ঠিক আগের ম্যাচের চিত্র ফিরিয়ে এনে। জায়গায় দাঁড়িয়ে অফস্টাম্পের বাইরে বলে খোঁচা দিয়ে আউট হন তিনি। আজও একই ভাবে বিদায় নেন। পার্থক্য কেবল আগের দিন ক্যাচটা ধরেন উইকেটরক্ষক রিজওয়ান। আজ ক্যাচ দিয়েছেন স্লিপে দাঁড়ানো ফখর জামানের হাতে।
Comments