সোহানকে আউটের পর রূঢ় আচরণ করায় হাসানের শাস্তি
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহানকে আউট করার পর রূঢ় আচরণ করেছিলেন হাসান আলী। আগ্রাসী উদযাপনে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়ে দেখিয়েছিলেন তিনি। এতে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গ হওয়ায় তিরস্কার করা হয়েছে পাকিস্তানের ডানহাতি পেসারকে। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
শনিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসানের শাস্তির বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আগের দিন শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভার চলাকালে ঘটনাটি ঘটেছিল। হাসানের বলে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন সোহান। কিন্তু ব্যাটে-বলে সংযোগ হয়নি প্রত্যাশামাফিক। উইকেটের পেছনে তার ক্যাচ নেন মোহাম্মদ রিজওয়ান। এরপর সোহান যখন ক্রিজ ছাড়ছিলেন, তখন আঙুল উঁচিয়ে আগ্রাসী ভঙ্গিতে তাকে মাঠ থেকে বের হয়ে যাওয়ার ইশারা করেন হাসান।
হাসানের বিরুদ্ধে আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগের শাস্তি অনুমোদন করেন সংস্থাটির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। পাকিস্তানের তারকা অপরাধ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসের মধ্যে প্রথমবারের মতো ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৪ উইকেটে হারায় সফরকারীরা। আগে ব্যাট করে স্বাগতিকরা করতে পারে ৭ উইকেটে ১২৭ রান। ওই রান ৪ বল আগে পেরিয়ে জেতে পাকিস্তান। বাংলাদেশকে অল্প রানে আটকে দেওয়ার মূল কৃতিত্ব ছিল হাসানের। ৪ ওভার বল করে মাত্র ২২ রানে তিনি নেন ৩ উইকেট।
Comments