টস জিতে আবারও ব্যাটিংয়ে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বেলা ২টায়।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৪ উইকেটে হেরে গেছে টাইগাররা
অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এদিন কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে একটি পরিবর্তন আছে পাকিস্তান একাদশে। আগের দিনের ম্যাচ সেরা হাসান আলীকে বিশ্রাম দিয়েছে দলটি। তার জায়গায় দলে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেই ১২ জনের দল দিয়েছিল পাকিস্তান। সেই ১২ জন থেকে চমক হিসেবে প্রথম ম্যাচে সেরা পেসার শাহিনকেই বিশ্রামে রেখেছিল তারা। এদিনও সেই ১২ জনের মধ্য থেকেই একাদশ নির্বাচন করেছে তারা।
আগের দিন পাকিস্তানের বিপক্ষে লড়াই করলেও হেরে যায় বাংলাদেশ। মূলত ব্যাটারদের ব্যর্থতায় লড়াই করার মতো পুঁজি মিলেনি টাইগারদের। সাদামাটা লক্ষ্য নিয়েই লড়াই জমিয়ে দেয় টাইগার বোলাররা। জয়ের দারুণ সম্ভাবনাও তৈরি করেছিল দলটি। তবে শেষ রক্ষা হয়নি।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, ফখর জামান, হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
Comments