এই পারফরম্যান্স সেই সমর্থকদেরই উৎসর্গ করলেন হাসান
ঠিক আগের ম্যাচটাতেই পাকিস্তানের হারের কারণ হিসেবে ভিলেন বানানো হয়েছিল হাসান আলিকে। ম্যাথু ওয়েডের ক্যাচ ছেড়ে খলনায়ক হওয়া হাসানকে বিদ্ধ হতে ছিল সমর্থকদের কড়া সমালোচনায়। পরের ম্যাচেই দলের জয়ের নায়ক তিনি। দারুণ বল করে বাংলাদেশকে হারানো এই পেসার ম্যাচ শেষে জয় উৎসর্গ করলেন সেই সমর্থকদের প্রতি।
শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৪ উইকেটে হারায় সফরকারীরা। আগে ব্যাট করে বাংলাদেশ করতে পারে ১২৭ রান। এক পর্যায়ে বাংলাদেশ স্কোর ছিল ৫ উইকেট ৬১। পরে ওই রান ৪ বল আগে পেরিয়ে জেতে পাকিস্তান।
বাংলাদেশকে অল্প রানে আটকে জেতার পথ করে দেন মূলত হাসান। ৪ ওভার বল করে মাত্র ২২ রানে নেন ৩ উইকেট। এতে ম্যাচ সেরাও তিনিই, পুরস্কার নিতে এসে এই পেসার স্মরণ করেন সমর্থকদের, 'ম্যাচ সেরার এই পুরস্কারটা আমি পাকিস্তানের ভক্তদের উৎসর্গ করতে চাই।'
'টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার পারফরম্যান্স ভাল ছিল না। তারপরও যারা আমাকে সমর্থন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং খুব একটা ভাল হয়নি। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯তম ওভারে ম্যাথু ওয়েডের ক্যাচ ছাড়াতেই বেশি আলোচিত তিনি। জীবন পাওয়া ওয়েড সেদিন পর পর তিন ছক্কায় পাকিস্তানকে ছিটকে দিয়েছিলেন টুর্নামেন্ট থেকে।
এরপর বাংলাদেশে খেলতে এসে ফিল্ডিংয়ে কঠোর পরিশ্রম করতে দেখা গেছে তাকে। ভাল বল করার পাশাপাশি এদিন গ্রাউন্ড ফিল্ডিংও দারুণ ছিল হাসানের। তিনি জানান পরিশ্রমের ফলই পেয়েছেন, 'ঢাকায় নামার পর থেকেই আমি কঠোর পরিশ্রম করছি। যার ফল পেলাম।'
অনেকগুলো বদল নিয়ে নামা বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করেছে। একটা পর্যায় পর্যন্ত জেতার সম্ভাবনাও জাগিয়েছিল। হাসান মনে করেন নিজেদের কন্ডিশন ভালোভাবে কাজে লাগাতে পেরেছিল স্বাগতিকরা, 'বাংলাদেশ প্রতিদ্বন্দিতাপূর্ণ দল। নিজেদের কন্ডিশনে আজ তারা দারুণ খেলেছে। কিন্তু আমারা দল হিসেবে খেলছি। খুশদিল শাহ ও মোহাম্মদ নাওয়াজ সুযোগটা কাজে লাগিয়েছে। '
Comments