একাদশে রাখলেও যে কারণে বিপ্লবকে কাজে লাগাননি মাহমুদউল্লাহ

aminul islam biplob & Mahmudullah Riyad
লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব নিজেকে প্রমাণের সুযোগই পেলেন না

পঞ্চম বোলার হিসেবে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে একাদশে রাখা হয়েছিল। কিন্তু তাকে বল করতে আনা হয়েছে একদম শেষ ওভারে। যখন পাকিস্তানের জিততে দরকার কেবল ২ রান। মাঝের ওভারে এই লেগ স্পিনারকে বল করতে না দেওয়ার কারণ হিসেবে ক্রিজে বাঁহাতির উপস্থিতির কথা বললেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

পাওয়ার প্লের মধ্যেই ২৪ রানে পাকিস্তানের ৪ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। চরম সেই চাপ থেকে দুই বাঁহাতি ব্যাটার ফখর জামান ও খুশদিল শাহর জুটিতে ম্যাচে ফেরে সফরকারীরা।

দুজনে ধীরে ধীরে থিতু হতে থাকেন। এই জুটি ভাঙতে দশম ওভারে বল হাতে নেন অধিনায়ক নিজেই। ক্রিজে দুই বাঁহাতি থাকায় অফ স্পিনার কার্যকর হবে ভেবে বোলিং চালিয়ে যান ১৪তম ওভার পর্যন্ত। কিন্তু ৩ ওভারে ১৯ রান দিয়ে উইকেট নিতে না পারায় আক্রমণ থেকে সরে যান তিনি।

পরের ওভারে তাসকিন ফখরকে আউট করলে খেলায় ফেরার সুযোগ এসেছিল বাংলাদেশের। খুশদিল আউট হন ১৭তম ওভারে। মোহাম্মদ নাওয়াজ-শাদাব খান মিলে বাকি কাজ সারেন শেষ ওভারে গিয়ে। শেষ ওভারে বিপ্লব দুটি বলই করতে পেরেছেন। তাতে ছক্কা মেরে খেলা শেষ করে দেন শাদাব।

স্পিনারদের দিয়ে শেষ ওভারে বোলিং করা এমনিতেই ঝুঁকি পূর্ণ। শেষ ওভারে বেশি রান লাগলেও হাতে পেসারদের ওভার বাকি থাকত না। মাঝের ওভারে বিপ্লবকে দিয়ে কেন বল করানো হলো না, কেন অধিনায়ক নিজেই এলেন। কারণ জানতে চাইলে গৎবাঁধা উত্তরই দিয়েছেন মাহমুদউল্লাহ, 'পরিকল্পনা ছিল বোলিং করানোর। কিন্তু ক্রিজে যেহেতু বাঁহাতি ব্যাটসম্যান ছিল তার আমাকে বল করতে আসতে হয়েছে। এটাই কারণ।'

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ১২৭ রান করে বাংলাদেশ। শুরুতে বিপর্যয়ে পড়লেও  ৪ বল আগে ওই রান পেরিয়ে ৪ উইকেটে জিতে যায় পাকিস্তান।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

10h ago