আর্চারিতে রুপাই পেল বাংলাদেশ
শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়া দুই প্রতিযোগীর সঙ্গে পেরে উঠলেন না মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। ফাইনালে হেরেই গেলেন তারা। ফলে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।
শুক্রবার আর্মি স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র বিভাগে সোনা জয়ের মিশনে নেমেছিল বাংলাদেশ। তবে দক্ষিণ কোরিয়ার লি সিয়ুং উন ও রিও সু জংয়ের বিপক্ষে সে অর্থে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি দিয়া ও রুবেল। ৫-১ সেট পয়েন্টে হেরে যায় এ জুটি।
হারলেও এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে এসেছে বাংলাদেশের সেরা অর্জন। এ আসরেই প্রথমবারের মতো পদক দেখেছে বাংলাদেশ। ২০০৩ সাল থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে এই প্রথম কোনো রুপাও জিতল তারা। এর আগে রিকার্ভ মহিলা দলগত ও পুরুষ দলগত বিভাগ থেকে ব্রোঞ্জ পায় বাংলাদেশ।
এদিন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল বেশ শক্ত। ২০১৬ সালে রিও অলিম্পিকে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সোনা জিতেছিলেন লি সিয়ুং উন। বিশ্ব আর্চারি র্যাঙ্কিংয়ে ৩৭তম স্থানে আছেন আর্চার। যদিও তার সঙ্গী রিও সু জং এখনও র্যাঙ্কিংয়ে নাম ওঠাতে পারেননি।
অন্যদিকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রুবেল রুবেল আছেন ১০৪তম স্থানে আর দিয়া ১২১তম। গত মে'তে সুইজারল্যান্ডে বিশ্বকাপে (স্টেজ-২) রোমান সানার সঙ্গে জুটি গড়ে রুপা জিতেছিলেন দিয়া। এবার পদক জিতলেন রুবেলকে সঙ্গে নিয়ে।
এদিন প্রথম সেটে ৩৮-৩২ ব্যবধানে হারেন দিয়া-রুবেল। দ্বিতীয় সেটের হার ৩৮-৩৩ পয়েন্টের ব্যবধানে। তৃতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়। ৩৮-৩৮ পয়েন্টে সমতা এনেও শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৫-১ সেট পয়েন্টের হারে দ্বিতীয় হয় তারা।
Comments