টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে সাইফ হাসানের। একাদশে রাখা হয়েছে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। পাকিস্তান একাদশে নেই শাহীন শাহ আফ্রিদি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচ থেকে একাদশে তিনটি বদল নিশ্চিতই ছিল। লিটন দাস, সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের জায়গা নিয়েছেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লব।। তিন পেসার ও তিন স্পিনার নিয়ে নেমেছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টির জন্য ১২ জনের দল আগেই দিয়েছিল পাকিস্তান। সেই ১২ জন থেকে চমক হিসেবে দলের সেরা পেসার শাহিনকেই বিশ্রামে রেখেছে তারা।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ,আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, ফখর জামান, হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলী, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
Comments