এবার ভালো উইকেটের প্রত্যাশা মাহমুদউল্লাহর
ঘরের মাঠে পাঁচ ম্যাচের দুটি সিরিজ খেলে বিশ্বকাপে যাওয়ার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু সে সুযোগ লুফে নেয়নি টাইগাররা। তারচেয়ে সিরিজ জয় নিশ্চিত করাই ছিল বাংলাদেশের লক্ষ্য। আর তখন ঠিকই সিরিজ জয়টাকে প্রাধান্য দিয়ে কথা বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু প্রস্তুতির ঘাটতি ঠিকই টের পায় মুল মঞ্চে।
'আসলে জয় পাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। সেদিক থেকে বিচার করলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে জেতাটা গুরুত্বপূর্ণ ছিল, যা আমাদের আত্মবিশ্বাস দিয়েছিল। আমি মনে করি পেশাদার ক্রিকেটার হিসেবে যেকোনো উইকেটে মানিয়ে নেওয়া উচিত।' -অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে এমনটাই বলেছিলেন মাহমুদউল্লাহ।
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন মাহমুদউল্লাহরা। মুল দায়টা গিয়েছে অধিনায়কের কাঁধেই। তাতে ভালো উইকেটে খেলার অভাবটা হয়তো এবার বোধ করতে শুরু করেছেন তিনি। এবার তাই পাকিস্তান সিরিজে ভালো উইকেট আশা করছেন টাইগার অধিনায়ক।
বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, 'উইকেট ভালোই মনে হল। আমি আশা করি এটা ভালো উইকেট হবে। হ্যাঁ, এটা অবশ্যই বিশ্বকাপের পর আমাদের বড় একটা চ্যালেঞ্জ এই সিরিজে ভাল ক্রিকেট খেলার। এবং সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য ভালো একটা সুযোগ।'
পাকিস্তানের বিপক্ষে টার্নিং উইকেট বানালে বুমেরাং হতে পারে এটা ভালো করেই জানে বাংলাদেশ। কারণ বিশ্বমানে বেশ কিছু স্পিনারই রয়েছে তাদের দলে। আবার পেস সহায়ক উইকেটও বানাতে পারছে না তারা, শাহিন শাহ আফ্রিদি কিংবা হারিস রউফরা তখন বিধ্বংসী হয়ে উঠতে পারেন। তাই ভালো উইকেটের বিকল্প ভাবার সুযোগও থাকছে না মাহমুদউল্লাহর।
তাই উইকেট ভাবনা থেকে সরে নিজেদের নিয়েই ভাবছেন না টাইগার অধিনায়ক। ভাবছেন না বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্স নিয়েও, 'আমরা পজিটিভ ভাবে চিন্তা করছি সবকিছু, তারপরও আমি বলব অবশ্যই সিরিজটা চ্যালেঞ্জিং হবে৷ পাকিস্তান ওয়ান অব দ্য বেস্ট টিম এ মুহূর্তে।'
Comments