খারাপ সময়ে প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রাণিত মাহমুদউল্লাহ

Mahmudullah
ফাইল ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর  সমালোচনায় পড়া বাংলাদেশ দল আছে নানামুখী চাপে। বাজে পারফরম্যান্সের জেরে দলে এসেছে বেশ কিছু অদল-বদল। বিভিন্ন মহলের সমালোচনা হলেও ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে এত হতাশ না হতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর এমন কথায় পাকিস্তানের বিপক্ষে নামার আগে অনুপ্রাণিত বোধ করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনেও ক্রিকেট দলের খারাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেছিলেন, 'কেন, আপনি এত হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা খুব চমৎকার খেলেছে। একেই তো মহামারির সময়ে সে রকম প্রস্তুতি হয়নি। মানে করোনার কারণে প্র্যাকটিস করতে পারেনি। তারপরও বাংলাদেশে আজকে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পেরেছে, এটাই তো বড় কথা।… আমি বলব, যেটুকু পেরেছে আমি সেটাই…।'

বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগের দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ তুললে মাহমুদউল্লাহ দেন প্রতিক্রিয়া, জানান সরকার প্রধানের মন্তব্য বড় পরীক্ষার আগে তাদের করেছে অনুপ্রাণিত,  'এটা আমি শুনেছি ও দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। উনার কথা আমাদের আরও অনেক অনুপ্রাণিত করবে। সত্যি কথা বলতে, আমাদের দলের জন্য এটা অনেক ইতিবাচক একটা কথা।'

'উনি যেভাবে আমাদের সবসময় অনুপ্রাণিত করেন, যেভাবে আগলে রাখেন, যেভাবে সাপোর্ট করেন, এটা অবিশ্বাস্য। এজন্য তাকে অনেক ধন্যবাদ। আমরা এতটুকু নিশ্চিত করব যেন নিজেদের শতভাগের বেশি দিয়ে খেলার চেষ্টা করতে পারি।'

শুক্রবার দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ-পাকিস্তান।

Comments

The Daily Star  | English

Khaleda acquitted in Zia Charitable Trust graft case

The HC scraped the trial court verdict that sentenced Khaleda and two others in the same case.

1h ago