বাংলাদেশে নিজেদের শক্তি যাচাই করে দেখবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

মোহাম্মদ হাফিজ বাংলাদেশ সফরে আসেননি। স্বাভাবিকভাবেই তার জায়গায় নতুন কেউ আসছেন পাকিস্তানের একাদশে তা ছিল অনুমিত। কিন্তু বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করা আসিফ আলী ও ইমাদ ওয়াসিমও নেই প্রথম ম্যাচের স্কোয়াডে। ইঙ্গিতটা পরিষ্কার। অন্য খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চায় দলটি। আর সংবাদ সম্মেলনে সে কথা স্বীকারও করলেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম।

আগামীকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এ সিরিজ। আর প্রথম ম্যাচের জন্য ১২ জনের স্কোয়াডও ঘোষণা করেছে পাকিস্তান। সেখানে জায়গা পেয়েছেন হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো খেলোয়াড়রা।

বিশ্বকাপে দারুণ খেলা একাদশে কেন পরিবর্তন আনলেন তা সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় পাকিস্তান অধিনায়কের কাছে। বাবরের উত্তর, 'বিশ্বকাপ থেকে যে মোমেন্টাম চলছে আমাদের, তা ধরে রাখতে চাইছি। এখানে ভিন্ন কম্বিনেশন খেলানোর চেষ্টা করছি, নিজেদের শক্তির জায়গা বাজিয়ে দেখতে চাই। এরপর আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজও আছে। ৬ ম্যাচে বিভিন্ন ক্রিকেটারকে দেখব আমরা।'

পরীক্ষা নিরীক্ষা করতে চাইলে সাধারণত দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়। পাকিস্তান হাঁটছে ভিন্ন পথে। তার কারণও জানালেন বাবর। বিশ্বকাপ থেকে পাওয়া মোমেন্টাম হারাতে চায় না তারা, 'যে মোমেন্টাম আমরা পেয়েছি, যে ব্যাপারটি দেখা গেছে, তা পুরোপুরি উপেক্ষা করা যাবে না। মুল ক্রিকেটারদের বসিয়ে রাখা যাবে না। কারণ এরপর টেস্ট সিরিজও আছে।'

পাকিস্তানের বিপক্ষে এ সিরিজে ব্যাপক পরিবর্তন এসেছে বাংলাদেশ দলেও। বেশ কিছু তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখেছে তারা। কিন্তু তারপরও বাংলাদেশকে হালকা করে দেখছেন না বলেই জানান বাবর, 'এটা ওদের হোম সিরিজ। কাজেই ওদেরকে হালকাভাবে নেওয়া যাবে না। কয়েকজন ক্রিকেটার নেই, তবে যারা আছে, তারাও কম নয়। বিপিএল খেলে ওরা সবাই। ওদেরকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই।'

সংযুক্ত আরব আমিরাতে এবার শুরুতে রীতিমতো উড়ছিল পাকিস্তান। সুপার টুয়েলভে একমাত্র অপরাজিত দল ছিল তারা। কিন্তু সে ধারা ধরে রাখতে পারেনি সেমি-ফাইনালে। তাদের মাটিতে নামায় অস্ট্রেলিয়া। অন্যদিকে বিশ্বকাপে প্রথম রাউন্ডে দুর্বল স্কটল্যান্ডের কাছে হারার পর সুপার টুয়েলভের সব ম্যাচেই হেরেছে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Khaleda acquitted in Zia Charitable Trust graft case

The HC scraped the trial court verdict that sentenced Khaleda and two others in the same case.

42m ago