কেন হুট করে দলে এলেন আকবর?

akbar ali

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যখন দল ঘোষণা হচ্ছে, তখনও বিকেএসপিতে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে ব্যস্ত আকবর আলি। ম্যাচ শেষ করে তাকে ফিরতে হবে ঢাকায়। ডাক পড়েছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। আচমকা এই কিপার-ব্যাটসম্যানকে ডাকার ব্যাখ্যা আছে নির্বাচকদের।

যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর এমনিতে ঝড়ো ব্যাট করার জন্য পরিচিত। কিন্তু টি-টোয়েন্টির বিবেচনায় না থাকায় সাম্প্রতিক সময়ে তিনি খেলছেন দীর্ঘ পরিসরের ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বিপর্যয়ের পর যে নতুন সাতজনকে জাতীয় লিগ থেকে ডেকে এনে অনুশীলন ক্যাম্প শুরু করা হয়, সেখানেও ছিলেন না আকবর। এমনকি দুই দল ভাগ হয়ে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচেও তাকে রাখা হয়নি।

সিরিজ শুরুর তিনদিন আগেও যিনি লাল বলের ক্রিকেটে ব্যস্ত, তাকে কেন  দলে নেওয়া হয়েছে? প্রধান নির্বাচক জানান আকবরকে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানের ব্যাকআপ হিসেবে,  'প্রথমত সোহান আমাদের এক নম্বর কিপার। এখানে কিছু ব্যাপার আছে, খেলার সময় কনকাশনের ব্যাপার আছে। কোন চোট হলে কিন্তু দ্বিতীয় উইকেটকিপার দলে নেই। সেই হিসেবে ওকে রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে ওকে খেলাতে পারে।'

স্কোয়াডে যাদের বিবেচনায় নেওয়া হচ্ছিল তাদের সবাইকেই কদিন ধরে ডেকে এনে চালানো হচ্ছে অনুশীলন।সোহানের ব্যাকআপ চিন্তায় তখনো কেন আকবরকে আনা গেল না এই কারণ স্পষ্ট করেননি মিনহাজুল।

আকবরকে শুরু থেকে ক্যাম্পে ডাকা হলে টি-টোয়েন্টির জন্য তিনি যথেষ্ট প্রস্তুতি নিতে পারতেন। এখন বুধবার বিকেএসপি থেকে ফিরে তার হাতে থাকছে কেবল একদিন। 

Comments

The Daily Star  | English

Khaleda acquitted in Zia Charitable Trust graft case

The HC scraped the trial court verdict that sentenced Khaleda and two others in the same case.

1h ago