মানিকগঞ্জে মাছ শিকারের উৎসব ‘পলোবাইচ’
মানিকগঞ্জের ঘিওরে হয়ে গেল মাছ শিকারের উৎসব পলোবাইচ। গতকাল বৃহস্পতিবার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামের খালে হয় এই পলোবাইচ।
এতে ওই ইউনিয়নের হিজুলিয়া, ফুলহারা, মৌহালি, কলিয়া, বড়টিয়া, করজনা গ্রামসহ আশপাশের ১০টি গ্রামের প্রায় ৫ শতাধিক সৌখিন মাছ শিকারি অংশ নেন।
দিনব্যাপী পলোবাইচ উৎসবে অংশ নিয়ে মাছ শিকারিরা শোল, গজার, বোয়াল ও পাঙ্গাসসহ নানা প্রজাতির দেশীয় মাছ শিকার করেন। আবার অনেকে সারাদিন চেষ্টার পরও কোনো মাছ পাননি। তবে তারাও খুশি।
হিজুলিয়া গ্রামের ৬০ বছর বয়সী গনি প্রধান বলেন, 'আমি পলো নিয়ে নেমেছিলাম। অনেকেই ৪-৫টা করে বড় মাছ পেল। আমি পেলাম না। তবে মাছ না পেয়েও আমি খুশি। সবার সঙ্গে মাছ ধরতে নেমেছি, এতেই আমার অনেক আনন্দ।'
ফুলহারা গ্রামের আব্দুল করিম বলেন, 'আমি ৪টি বোয়াল পেয়েছি। এর আগেও অনেক মাছ পেয়েছি। খুব ভালো লেগেছে।'
হিজুলি গ্রামের মাজহারুল ইসলাম সুমন দর্জি বলেন, 'প্রতি বছর শীত মৌসুমে এই খালে সবাই উৎসবমুখর পরিবেশে মাছ ধরেন। প্রতি বৃহস্পতিবার ও শনিবার এই খালে মাছ ধরতে আশপাশের গ্রামের সৌখিন মাছ শিকারিরাও আসেন।'
Comments