হাজার রানের মাইলফলক ছুঁয়ে রিজওয়ানের অনন্য কীর্তি
চলতি বছর ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান গড়লেন অনন্য এক কীর্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন নজির স্থাপন করেন রিজওয়ান।
এই ম্যাচের আগে এক হাজার রানের মাইলফলক থেকে ৩৪ রান দূরে ছিলেন রিজওয়ান। ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান তিনি। স্লগ সুইপে অ্যাডাম জ্যাম্পাকে আছড়ে ফেলেন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারিতে।
রিজওয়ান অবশ্য ফিরতে পারতেন ব্যক্তিগত শূন্য রানে। গ্লেন ম্যাক্সওয়েলের করা তৃতীয় ওভারে বেঁচে যান তিনি। মিড-অফ থেকে পেছন দিকে ঘুরে দৌড়ে সীমানার কাছাকাছি দুরূহ ক্যাচ নিতে পারেননি ডেভিড ওয়ার্নার।
পাওয়ার প্লের শেষ বলে ফের জীবন পান রিজওয়ান। প্যাট কামিন্সের ডেলিভারিতে ফাইন লেগে তার ক্যাচ হাতে জমাতে ব্যর্থ হন জ্যাম্পা। তখন তিনি খেলছিলেন ২০ রানে।
শেষ পর্যন্ত ১৮তম ওভারে মিচেল স্টার্কের বলে মিড-অফে স্টিভেন স্মিথের তালুবন্দি হন রিজওয়ান। সাজঘরে ফেরার আগে পাকিস্তানকে ভালো সংগ্রহের পথে রেখে ২৯ বছর বয়সী ব্যাটার তুলে নেন হাফসেঞ্চুরি। যা এবারের বিশ্বকাপে তার চতুর্থ ফিফটি। ৫২ বলে ৬৭ রানের ইনিংসে তিনি মারেন ৩ চার ও ৪ ছক্কা।
২০২১ সালে এখন পর্যন্ত ২৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন রিজওয়ান। অতিমানবীয় ৮৬.০৮ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১০৩৩ রান। ১৩৬.৪৫ স্ট্রাইক রেটে নয়টি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি পেয়েছেন তিনি।
Comments