এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী বাঁধন

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) 'রেহানা মরিয়ম নূর' সিনেমার জন্য 'সেরা অভিনেত্রী' হয়েছেন আজমেরী হক বাঁধন।

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বাঁধন বলেন, 'কতোটা আনন্দিত তা বোঝাতে পারব না। চোখ ভিজে আসছে আনন্দে। বাংলাদেশে সিনেমাটা মুক্তির আগের দিন এমন একটা সুসংবাদ পেলাম।'

আজ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে অ্যাপসার ১৪তম আসরের বিজয়ীদের তালিকা ঘোষণা করেছে। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি অংশ নিয়েছে এই আয়োজনে।

Azmeri Haque Badhon
আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন ৫ দেশের ৫ অভিনেত্রী। বাঁধন ছাড়াও আছেন ইসরায়েলের আলেনা ওয়াইভি, নিউজিল্যান্ডের এসি ডেভিস, অস্ট্রেলিয়ার লিয়া পারসেল এবং রাশিয়ান ভ্যালেন্টিনা রোমানোভা। তারা যথাক্রমে 'এশিয়া', 'জাস্টিস অব বানি কিং', 'দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন' এবং 'স্কেয়ারক্রো' সিনেমার জন্য মনোনয়ন পেয়েছিলেন।

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

1h ago