অধিনায়কত্বের শেষ ম্যাচেও যে কারণে ব্যাট করেননি কোহলি

Virat Kohli

ম্যাচটা ছিল নিয়মরক্ষার। তবে বিরাট কোহলির জন্য নিশ্চিতভাবেই আবেগময়। নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই যে টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের ইতি টানলেন তিনি। এমন উপলক্ষের ম্যাচে সুযোগ থাকার পরও ব্যাট করতে নামেননি তিনি। পরে দিয়েছেন ব্যাখ্যা।

সোমবার দুবাইতে নামিবিয়াকে ১৩২ রানে আটকে রাখেন ভারতের বোলাররা। মাঝারি রান তাড়ায় দুই ওপেনার রোহিত শর্মা- লোকেশ রাহুলই ম্যাচ করে দেন একদম সহজ। ওপেনিং জুটিতেই আসে ৮৬ রান।

৩৭ বলে ৫৬ করে রোহিতের ফিরে যাওয়ার সময় ভারতের জিততে চাই আরও ৪৭ রান। এমনিতে তিন নম্বর ব্যাটিং পজিশনে বরাবর নামা কোহলির হাতে তাই বেশ কিছুটা সময় ব্যাট করার সুযোগ ছিল। কিন্তু তিনে নামতে দেখা যায় সূর্যকুমার যাদবকে। লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেধে এই তরুণ খেলা শেষ করে দেন। অপরাজিত থাকেন ১৯ বলে ২৫ রানে।

ম্যাচ শেষে ধারাভাষ্যকার হার্শা ভোগলে কোহলির কাছে জানতে চান তার ব্যাট করতে না নামার কারণ। কোহলি জানান তরুণ সূর্যকুমারকে সুযোগ দিতেই তিনি করেছেন এমনটা, 'সূর্য খুব বেশি ম্যাচে থাকার সুযোগ পায়নি। এটা টি-টোয়েন্টি বিশ্বকাপ, আমার মনে হয়েছে এখান থেকে তার কিছু ভালো স্মৃতি নিয়ে যাওয়া প্রয়োজন। একজন তরুণ হিসেবে বিশ্বকাপের মতো আসর থেকে আপনি ভালো কিছু নিয়ে যেতে চাইবেন।'

চলতি বিশ্বকাপে তিন ম্যাচে ব্যাট করে কোহলি করেন ৬৮ রান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন ৫৭। নিউজিল্যান্ডে বিপক্ষে ৯ রানেই আউট হয়ে যান। আফগানিস্তানের বিপক্ষেও নিজে না নেমে হার্দিক পান্ডিয়া, রিশভ পান্তদের পাঠিয়েছিলেন দ্রুত রানা আনার চাহিদা মেটারে। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে নেমে ২ রানে অপরাজিত থাকেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক।

Comments

The Daily Star  | English

Ishraque's supporters padlock Nagar Bhaban

Protesters began gathering around 9:00am, blocking the main gate and occupying nearby roads

45m ago